
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা রাজনীতিতে এখন তীব্র আলোচনা-সমালোচনার ঝড় বইছে এক নেতার 'দ্বৈত সদস্যপদ'কে ঘিরে। কুলাউড়া উপজেলা আওয়ামী তাঁতীলীগের সদস্য সচিব মোঃ নোমান আহমদ এর বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি কর্মী সভায় যোগ দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত। গত বৃহস্পতিবার, ডিসেম্বর ১১ তারিখে রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির এক কর্মী সভায় উপজেলা আওয়ামী তাঁতীলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নোমান আহমদ বক্তব্য রাখেন বলে জানা যায়। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একই ব্যক্তি কীভাবে আদর্শগতভাবে সম্পূর্ণ বিপরীত দুটি দলের গুরুত্বপূর্ণ পদে বহাল থাকতে পারেন, এই প্রশ্ন তুলে ফেসবুকে নানা মন্তব্য ও ক্ষোভ প্রকাশ করছেন ব্যবহারকারীরা। আলোচনার জবাবে রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিপন আহমদ একটি কঠোর বার্তা দেন। তিনি নিশ্চিত করেন যে নোমান আহমদ তাঁদের ৮নং রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির ২০২৩ সালের ঘোষিত কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, যা উপজেলা কমিটির তৎকালীন আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের অনুমোদিত। সমালোচকদের উদ্দেশে রিপন আহমদ বলেন, "নোমান আহমেদ কালকের সভায় বক্তব্য দেওয়ায় কাদের গায়ে জ্বলা আরম্ভ হয়েছে আমাদের ভালোই জানা আছে। বেশি জ্বলা পুরা অইলে মলম