চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্চ বানী ইসরাইল। তার নেতৃত্বে এসআই (নিঃ) প্রদীপ বিশ্বাস ও ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ১৫নং আইলহাঁস ইউনিয়নের বড় পাইকপাড়া গ্রামে অভিযান চালায়। সেখানে বড় পাইকপাড়া গ্রামের বাসিন্দা ফিরোজ (৩০)–কে তার বাড়ির সামনের রাস্তা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। রাত ১২ ডিসেম্বর, ০০:২৫ মিনিটে পুলিশ ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য উদ্ধার করে জব্দ তালিকা অনুযায়ী আলামত সংগ্রহ করে। পরে আটক ফিরোজের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।










