
আলমডাঙ্গা থানাধীন বাবুপাড়া (গোবিন্দপুর মাঠপাড়া) এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প হারদী ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর ক্যাপ্টেন তোফাজ্জেল হকের নেতৃত্বে গভীর রাতে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বাবুপাড়ার একটি টংঘর ঘিরে ফেলে অভিযানে অংশ নেয় সেনা ও পুলিশ সদস্যরা। অভিযান চলাকালে টংঘরের ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল, এবং একটি মোবাইল ফোন (Vivo) উদ্ধার করা হয়। একই সময় সেখানেই অবস্থানরত মোঃ লিকন হাসান হিরক (২৬), পিতা—মৃত তাঁরাচাদ শেখ, সাং—বাবুপাড়া (গোবিন্দপুর মাঠপাড়া)—কে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত পুলিশ জব্দ করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। সেনাবাহিনীর নির্দেশনায় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন।