উত্তর জনপদের শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এক মহৎ উদ্যোগ নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথের আলো রাজারহাট’। সংগঠনটির উদ্যোগে ডিসেম্বর মাসব্যাপী খাদ্য সহায়তা এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই মাসব্যাপী মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আল ইমরান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণে অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার, রাজারহাট, কুড়িগ্রাম,উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্বে ছিলেন জনাব আনিসুর রহমান লিটন, পথের আলো’র সদস্যদের মধ্যে ছিলেন- মজনু সরকার, আহসান হাবীব কুইক,হাফিজুর রহমান,মামুন চৌধুরী, সাইয়্যাদুর রহমান শাওন,নাঈম পথের আলো রাজারহাট’-এর স্বেচ্ছাসেবকরা জানান, তীব্র শীতে কাবু দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে তাদের এই মাসব্যাপী কর্মসূচি। উদ্বোধনী দিনে শীতবস্ত্র (কম্বল) এবং খাদ্য সহায়তা হিসেবে চাল, ডালসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। উদ্বোধনের সময় ইউএনও আল ইমরান সাহেব এই জনহিতকর কাজের ভূয়সী প্রশংসা করেন এবং মাসব্যাপী এই কর্মসূচিতে তিনি সার্বিক সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস দেন। তিনি সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে এই ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ইউএনও মহোদয়ের এই আশ্বাস তাদের কার্যক্রম পরিচালনায় আরও অনুপ্রেরণা জোগাবে। ডিসেম্বর মাস জুড়ে এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।










