
আলমডাঙ্গা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মিসেস পান্না আক্তার–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চুয়াডাঙ্গা–১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বৃহস্পতিবার দুপুরে ইউএনও কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে অ্যাড. রাসেল নবাগত নির্বাহী কর্মকর্তাকে আলমডাঙ্গার সার্বিক প্রশাসনিক চিত্র, উন্নয়ন সম্ভাবনা, জনসেবা ও চলমান সমস্যা সম্পর্কে অবহিত করেন। তিনি আরও জানান, জনগণের কল্যাণ নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নত আলমডাঙ্গা গড়ার লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এ সময় ইউএনও মিসেস পান্না আক্তার আলমডাঙ্গাকে একটি আধুনিক, সেবা–সমৃদ্ধ ও উন্নয়নকেন্দ্রিক উপজেলায় রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন— আলতাফ হোসেন, জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শফিউল আলম বকুল, আমির, আলমডাঙ্গা উপজেলা জামায়াত মামুন রেজা, সেক্রেটারি, আলমডাঙ্গা উপজেলা জামায়াত সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, জনগণের উন্নয়ন ও এলাকার অগ্রগতি নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আলমডাঙ্গার সর্বাঙ্গীণ উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।”