চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় প্রশাসনিক পরিবর্তন এসেছে। সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুকে বদলি করে যশোর জেলার অভয়নগর উপজেলায় নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে আলমডাঙ্গা উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন এ.এস.এম শাহেনেওয়াজ মেহেদি।জানা গেছে, নবনিযুক্ত এ.এস.এম শাহেনেওয়াজ মেহেদি বর্তমানে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি আলমডাঙ্গায় দায়িত্ব গ্রহণ করবেন।৮ ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এ বদলি আদেশের মাধ্যমে আলমডাঙ্গা উপজেলায় প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি ও শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

ভিউ: ২১১










