বাঙালি নারী জাগরণের অগ্রদুত তথা নারী আন্দোলনের পূরোধা মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় প্রথমে র্যালী পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়। “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধে” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট মোঃ খাইরুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আনোয়ারুল করির, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মুক্তার আলী, হরিণাকুণ্ডু মুক্তিযোদ্ধার কমান্ড আহবায়ক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার,কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ কুমার ঘোষ, সোনালী ব্যাংক হরিণাকুণ্ডু শাখার ম্যানেজার জে.এম.মোবাশ্বের হোসেন,পল্লী উন্নয়নের অফিস মেহেদী হাসান, হরিণাকুন্ডু প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ শফিকুর রহমান প্রমূখ। বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন,তিনি দেশ ও আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। এসময়ে সফল জননী নারী হিসাবে নুরুন্নাহার বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন হিসেবে মোছাঃ নাছিমা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান হিসেবে মোছাঃ ফেরদৌস বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে আঙ্গুরা খাতুন এবং শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনাকারী নারী হিসবে মোছাঃ লাবনী পারভীন কে সম্মাননা প্রদান করা হয় ।










