খুলনার পাইকগাছা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ গোলাম কিবরিয়া। সোমবার (৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০০৫ সালে পুলিশ বিভাগে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ওসি মোঃ গোলাম কিবরিয়া সুনামগঞ্জ সদরের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। পাইকগাছা থানায় যোগদানের পূর্বে তিনি নেত্রকোনা জেলার কোর্ট ইনস্পেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
ভিউ: ১১৩










