
চুয়াডাঙ্গা সদর থানা জামায়াতে ইসলামী’র উদ্যোগে গতকাল দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায়
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা শাখার নেতা, চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল দায়িত্বশীলদের নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দায়িত্ববোধকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, “দায়িত্বশীলদের চারিত্রিক দৃঢ়তা, আচরণ, সংগঠনের প্রতি আনুগত্য এবং জনগণের সঙ্গে সুসম্পর্কই জামায়াতকে সুসংগঠিত করে। এজন্য সর্বস্তরের দায়িত্বশীলদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
আগামীর জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি দায়িত্বশীলদের করণীয় তুলে ধরে বলেন— নির্বাচনী সময় জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি। তাদের সমস্যা, মতামত ও প্রত্যাশা গভীরভাবে বুঝে পাশে দাঁড়াতে হবে। কোনো প্রকার উত্তেজনা, গুজব বা অপপ্রচার ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। সব ধরনের প্রচারণা নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনে পরিচালনা করতে হবে।” তিনি আরও বলেন, ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা এবং নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে দায়িত্বশীলদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী অনিয়ম বা বাধা দেখা দিলে আইনানুগভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তিনি। তার ভাষায়— “সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনই জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি। আর সেই শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে দায়িত্বশীল কর্মীদেরই এগিয়ে আসতে হবে।” কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা ইউনিট সদস্য মোঃ আব্দুর রউফ,জেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম, সদর থানা সেক্রেটারি মোঃ গোলাম রসুল, পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম। কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন।
এছাড়া বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা ও ইউনিয়ন আমীরসহ বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন।