দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা”গড়বে আগামীর শুদ্ধতা শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মান্দিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ রবজেল হোসেনের সঞ্চালনায়, দুর্নীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে,সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মুক্তার আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন নবাগত হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভুমি) ঈশিতা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (টি,এইচ,ও)কর্মকর্তা ডাঃ আলমগির হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল কুমার কুণ্ডু, শিশু কলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসদুল হক টিটো সহ আরও অনেকেই। এছাড়াও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে বিভিন্ন সরকারি কর্মকর্তা,বিশিষ্ট ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।










