তারিখ: ৯ ডিসেম্বর ২০২৫, সোমবার | স্থান: বড়সলুয়া ঈদগাহ মাঠ, তিতুদহ, দর্শনা আজ মাগরিবের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ দর্শনা থানা শাখার অন্তর্গত তিতুদহ ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি জনাব আব্দুর রাজ্জাক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ হাসানুজ্জামান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম, দর্শনা থানা সেক্রেটারি মোঃ ফারুক হোসেন, থানা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আজিজুল হক এবং গড়াইটুপি ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ জসিম উদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন––“আমরা ইবাদতের রাজনীতি করি। আল্লাহর জমিনে আল্লাহর দীন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের রাজনীতি। ক্ষমতার পালাবদল নয়, আদর্শিক পরিবর্তনের মাধ্যমে মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। এ গুণগত ও আদর্শিক পরিবর্তনের জন্য আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করতে হবে।” পরবর্তীতে আলোচনার ভিত্তিতে তিতুদহ ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। নবগঠিত কমিটি সভাপতি: মোঃ ফজের আলী সহ-সভাপতি: আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম সেক্রেটারি: মোঃ আখের আলী জয়েন্ট সেক্রেটারি: শামীম হোসেন সাংগঠনিক সম্পাদক: মোঃ রমজান আলী প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক: রুহুল আমিন দপ্তর সম্পাদক: ওমর আলী অর্থ সম্পাদক: আব্দুর রহমান প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা আশরাফুল ইসলাম










