মানিকগঞ্জ–১: নতুন নেতৃত্বের খোঁজে মাঠে গণঅধিকার পরিষদ
Spread the love

ঘিওর–দৌলতপুর–শিবালয় জুড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত; উন্নয়ন, স্বচ্ছতা ও যুবঅধিকারকে সামনে রাখার প্রতিশ্রুতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ–১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে গণঅধিকার পরিষদের (GOP) মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন নিজে উপস্থিত থেকে ভোটার পরিচিতি কার্যক্রম চালাচ্ছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন বাজার, গ্রাম এবং সড়কে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ ও ভোটারদের মতামত শুনছেন তিনি। জনসংযোগ চলাকালীন ভোটারদের সঙ্গে কথা বলে তিনি বলেন—“নির্বাচিত হলে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবর্তনের নিয়তে কাজ করব ইনশাআল্লাহ।” স্থানীয় মানুষ ও তরুণ ভোটারদের কাছে তিনি কয়েকটি মূল অঙ্গীকার তুলে ধরেছেন—উপজেলা ভিত্তিক নতুন কর্মসংস্থান প্রকল্প,শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ,গ্রামীণ সড়ক ও বাজার উন্নয়ন,দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক উপজেলা উন্নয়ন পরিকল্পনা,যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও স্টার্ট–আপ সহায়তা। স্থানীয় ভোটাররা বলছেন, নতুন মুখ এবং তরুণ নেতৃত্ব হিসেবে তার প্রচার প্রচেষ্টা আলোচনায় এনেছে বিকল্প রাজনীতির সম্ভাবনা। কিছু ভোটারের ভাষায়— “তিনি অন্তত মানুষের কাছে আসছেন, কথা বলছেন; এটা ভালো লাগছে।” মানিকগঞ্জ–১ আসনে দীর্ঘদিন ধরে বড় রাজনৈতিক দলের প্রভাব থাকলেও এবার গণঅধিকার পরিষদের তৃণমূলক প্রচারণা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তরুণ ভোটারদের অংশগ্রহণ এবং প্রথমবারের ভোটারদের আগ্রহও এই আসনের নির্বাচনী লড়াইকে আরও শক্তিশালী করছে। গণঅধিকার পরিষদের ইলিয়াছ হুছাইনের সরাসরি মাঠে প্রচারণা স্থানীয় ভোটারদের কাছে সাড়া ফেলেছে। তিনি যদি তৃণমূলের সঙ্গে এই সম্পর্ক ধরে রাখতে পারেন এবং বাস্তবায়নযোগ্য উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে পারেন, তবে মানিকগঞ্জ–১ আসনের ভোটযুদ্ধ আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31