
নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামের ছোট চিথলিয়া এলাকায় কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের আওতায় দীর্ঘদিন অবহেলিত সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাঁকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন স্থানীয়দের অভিযোগ, মালিকের বাড়ি থেকে জহুরুলের জমি পর্যন্ত সড়কটি বহুদিন সংস্কার না হওয়ায় পথচারীরা নিত্যদিন ভোগান্তির মুখে পড়তেন। পানি জমে থাকা, খানাখন্দ এবং ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে বর্ষায় চলাচল ছিল আরও দুর্বিষহ। অবশেষে প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিনের উদ্যোগে কাবিখা প্রকল্পের মাধ্যমে এ সড়কটির সংস্কার শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন,
“এলাকার মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতেই এই সড়ক সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নের লক্ষ্যেই আমরা ধারাবাহিকভাবে কাজ করছি।” এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান, সাবেক পাঁকা ইউনিয়ন যুবদলের সেক্রেটারি শহিদুল আলম চানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা জানান, সংস্কারকাজ সম্পন্ন হলে গ্রামটির সামগ্রিক যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং কৃষিপণ্যের পরিবহনেও সুবিধা সৃষ্টি হবে। এলাকাবাসীর মতে, প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিনের নেতৃত্বে এই সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে।










