গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী জয়কালী মন্দিরে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মন্দির চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন করে এ প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত মিহির ভট্টাচার্য। অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি সুদীপ দত্ত, সাধারণ সম্পাদক মানিক সাহা, জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাসসহ মন্দিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরোহিত মিহির ভট্টাচার্য জানান, খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মঙ্গল প্রার্থনা করা হয়েছে। মন্দির কমিটির নেতারা বলেন, দেশের যেকোনো মানুষের সুস্থতা কামনা করা মানবিক দায়িত্ব সে দায়িত্ব থেকেই এ আয়োজন।