
নোয়াখালী সদর উপজেলার খলিফার হাটে বাইক দূর্ঘটনায় ব্যাবসায়ী যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত যুবকের বাড়ি সদর উপজেলার খলিফার হাট এলাকায়। রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে সদর উপজেলার দত্তবাড়ি-খলিফার হাট সড়কে ৩নং নোয়ান্নই ইউনিয়নের প্রেমনগর নামক স্থানে প্রধান সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোঃ রুবেল (৩২)। সে ২নং দাদপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বাজারের ব্যবসায়ী মরহুম রুহুল আমিন মেম্বারের ছোট ছেলে। নিহতের খলিফার হাট বাজারে রুবেল ট্রেডার্স নামে নিজস্ব রড সিমেন্টের ব্যাবসা রয়েছে। খলিফার হাট থেকে বাইক যুগে মাইজদী যাচ্ছিলেন। প্রেমনগর নামক স্থানে প্রধান সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক চাপায় ঘটনাস্থলে রুবেলের মৃত্যু হয়। নিহতের বড় ভাই মোঃ সিরাজ বলেন, নিহত রুবেল বিবাহিত, তার নববিবাহিত স্ত্রী রয়েছে। সড়ক দূর্ঘটনায় মোঃ রুবেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যে খলিফার হাট এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার সকাল ১০ ঘটিকায় নিহতের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পুর্ন হবে বলে সুত্রে জানা যায়। খলিফার হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










