নাগদহে দাঁড়িপাল্লার গণসংযোগে এডভোকেট রাসেলের শক্ত শোডাউন
Spread the love

‎নাগদাহ ইউনিয়নে গণসংযোগে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন ‎রাজনীতি মানে মানুষের সেবা করা। নাগদহ ইউনিয়নের মানুষ বহুদিন অবহেলা ও বৈষম্যের মধ্যে ছিল। আমি চাই—এই অঞ্চলে ন্যায়বিচার, উন্নয়ন, শান্তি ও মানবিকতার পরিবেশ প্রতিষ্ঠা করতে।” ‎বুধবার বিকাল ৩:৩০ টার সময় নাগদাহ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতের অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল উপরোক্ত কথা বলেন। এরপর খেজুরতলা বাজার মসজিদে আছরের নামাজ আদায় করার পর থেকে রাত ৮.০০ টা পর্যন্ত তিনি একই ইউনিয়নের খেজুরতলা, জাহাপুর,ভেদামারী ও জোড়গাছা গ্রামের বাজার ও পাড়ামহল্লায় ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় গণসংযোগ করেন। ‎এসময় তিনি এলাকার মানুষের খোঁজখবর নেন, সমস্যার কথা শোনেন এবং সবার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ‎গণসংযোগ চলাকালে সাধারণ মানুষদের উদ্দেশ্য করে এডভোকেট রাসেল বলেন, ‎“রাজনীতি মানে মানুষের সেবা করা। নাগদহ ইউনিয়নের মানুষ বহুদিন অবহেলা ও বৈষম্যের মধ্যে ছিল। আমি চাই—এই অঞ্চলে ন্যায়বিচার, উন্নয়ন, শান্তি ও মানবিকতার পরিবেশ প্রতিষ্ঠা করতে।” তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতির কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে আমরা জনগণের জন্যই আমরা রাজনীতি করি । শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যবসা—সব সেক্টরে মানুষের সুবিধা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় বিজয় সুনিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।‎ ‎গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি হয়। অনেকেই রাসেলের কাছে ব্যক্তিগত ও এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি সেগুলো মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। ‎নাগদাহ ইউনিয়নে তার এ কর্মসূচি নির্বাচনী মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ‎এসময় আরও উপস্থিত ছিলেন ‎বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, ‎আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারী মোঃ মামুন রেজা, অফিস সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ শফিউজ্জামান মিঠু,নাগদাহ ইউনিয়ন আমীর মোঃ রিপন বিশ্বাস, সেক্রেটারি মোঃ তুহিন আলী, সহকারী সেক্রেটারি মোঃ মারিফুল ইসলাম, ‎ইসলামী ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মোঃ হাফেজ মাসুম বিল্লাহ, চুয়াডাঙ্গা পৌর সভাপতি মোঃ রাব্বি হাসান, নাগদাহ ইউনিয়ন সেক্রেটারি মোঃ সিয়াম আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ‎পথসভা শেষে এলাকাবাসী অ্যাডভোকেট রাসেলের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031