২১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এবি পার্টির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা বলেন, “জনগণের অধিকার হরণকারীদের ছাড় দেওয়া হবে না। নতুন বাংলাদেশ গড়তে জনগণের সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।” প্রধান বক্তা ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, “দায়িত্বশীল রাষ্ট্র গঠনে নাগরিকদের সচেতনতা ও কর্তব্য পালন জরুরি। ঐক্যবদ্ধভাবে একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে হবে।” সভায় বক্তব্য রাখেন— চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আলমগীর হোসাইন, ছাত্রপক্ষের কেন্দ্রীয় সহ-সম্পাদক রাকিব মাহমুদ, ৬নং ওয়ার্ড সভাপতি ইনসান, নারী নেত্রী সেলিনা বেগম।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব আলী রুশদী মজনু, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী কেলে, সোহেল মিয়া, খোকন হোসেন, অপু, রাফিউল কাদির, ছাত্রপক্ষের সাব্বির রহমান ফিরোজ, আকাশ, মুশফিক প্রমুখ। বক্তারা আসন্ন নির্বাচনে এবি পার্টিকে বিজয়ী করতে সবার সহযোগিতা কামনা করেন এবং শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।