২১ নভেম্বর :পূর্বধলায় সক্রিয় সাংবাদিকদের সংগঠন ‘পূর্বধলা রিপোর্টার্স ক্লাব’-এর কার্যালয়ে শুক্রবার সকাল ১০টায় এক সৌহার্দ্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত নীতি-আদর্শ বজায় রাখা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে ইতিবাচকভাবে উপস্থাপন বিষয়ে মতবিনিময় করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাবিবুর রহমান (দৈনিক কাল বেলা) এবং সঞ্চালনা করেন মোঃ সাইদুর ইসলাম (একুশে সংবাদ)।উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম মন্ডল (দৈনিক বাংলাদেশ সমাচার), মোঃ খাইরুল ইসলাম (দৈনিক রাজধলা ২৪), ও মোঃ সাগর আহমেদ জজ (দৈনিক জবাবদিহি)।সাংবাদিকরা বলেন, তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব। তারা পেশাগত দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় পূর্বধলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।