
নাটোরের বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পের আওতায় নতুন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে খন্দকারমালঞ্চী এলাকায় এ নির্মাণকাজের উদ্বোধন করেন বাগাতিপাড়া ৩নং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন। দীর্ঘদিন অবহেলায় থাকা শাহিনের বাড়ি থেকে উজ্জলের বাড়ি পর্যন্ত সড়কটি নতুনভাবে নির্মাণ হলে কমবে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি—এমন প্রত্যাশা স্থানীয়দের। উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন— “এলাকার মানুষের চলাচল সহজ করা ও প্রতিশ্রুত উন্নয়ন বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে। দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার চেষ্টা চলছে।” এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুল ইসলাম সরকার আমিন, মহিলা ইউপি সদস্য মোছাঃ রেখা বেগম, সাবেক ছাত্রনেতা রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এলাকাবাসী আশা করছেন—নতুন সড়ক নির্মাণ শেষ হলে যোগাযোগব্যবস্থা আরও সহজ ও স্বস্তিদায়ক হবে।










