
মাগুরায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ শ্রীপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করলেন। তিনি বুধবার ১৯ নভেম্বর শ্রীপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর রাখী ব্যানার্জী। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ। মতবিনিময় সভায় জেলা প্রশাসক আসন্ন জাতীয় নির্বাচনে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন এবং নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রতি গুরুত্বারোপ করেন।
ভিউ: ১৫৬










