পূবাইলে সুলতান উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে আলোচনা ও দোয়া মাহফিল
Spread the love

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের তালুটিয়া চেয়ারম্যান বাড়িতে বুধবার ১৯ শে নভেম্বর বিকাল ৪ ঘটিকার সময় সাবেক কাউন্সিলর ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপি’র আলোচনা সভা,মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ বলেন আমি ১৯৮৮ সালে সর্বোচ্চ ভোট পেয়ে পূবাইল ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হই। পরে ১৯৯৪ সালের শেষের দিকে পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটে পরাজয় বরণ করলেও জনগণের সেবা করা থেকে বিরত থাকিনি। ২০০৩ সালে পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে ২০১২ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় ১০ বছর সুনামের সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। পরবর্তীতে ২০১৮ সালের গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে আমাকে পরাজয় বরণ করানো হয়। দীর্ঘ সময়ে আমি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বারোটি মামলার আসামি হই। ২০২৩ সালের ২৫ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করি এবং বিপুল ভোটে জয়লাভ করি এবং এই নির্বাচনে অংশগ্রহণের জন্য আমাকে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কৃত করা হয় । তারপরও আমি বিএনপি’র কোন রাজনৈতিক অনুষ্ঠান ও কর্মসূচি থেকে বিরত থাকিনি। ২০২৫ সালের জুলাই আগস্ট আন্দোলনের পর সবদিক বিবেচনা করে সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানে সাহেবের সুযোগ্য পুত্র এম মনজুরুল করিম রনি ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক জননেতা এ কে এম ফজলুল হক মিলনের সহযোগিতায় পুনরায় আমাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে আনার কারণে আমার বাড়িতে পূবাইল থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা ,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করি। উক্ত মিলাদ মাহফিলে পূবাইল থানা বিএনপি’র সভাপতি মনির হোসেন সিকদার বকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া। পূবাইল থানা বিএনপির যুগ্ন সম্পাদক রাকিব মোল্লার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, পূবাইল থানা বিএনপির সম্মানিত সদস্য সাখাওয়াত হোসেন খোকন, আসাদ হোসেন খান বুলবুল, রাশেদ মোল্লা, বাতেন ভূঁইয়া সহ পূবাইল থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য, জননন্দিত জননেতা, জনাব এ কে এম ফজলুল হক মিলনকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31