তৌহিদ,মাগুরা : মাগুরা-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার ১৮ নভেম্বর বিকাল ৩ টায় এই জনসভায় আড়পাড়া,শালিখা, মহম্মদপুরসহ পুরো নির্বাচনী এলাকার হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মুন্সী আনিসুর রহমান মিল্টন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা -২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা বিএনপি ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির নেতৃবৃন্দ।সভায় বক্তারা অভিযোগ করেন, বর্তমান ঘোষিত প্রার্থী নিতাই রায় চৌধুরীর প্রতি তৃণমূল নেতাকর্মীদের কোন আস্থা নেই। তারা বলেন, মাগুরা-২ আসনের জনগণের প্রত্যাশা ও দলের প্রকৃত নেতাকর্মীদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সাবেক এমপি কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন দিতে হবে। বক্তারা আরও ঘোষণা করেন, “নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল করে কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন না দেওয়া হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”প্রধান অতিথি সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল তার বক্তব্যে তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দলীয় উচ্চপর্যায়ে সঠিক মূল্যায়নের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরো বলেন দল এখনো মাগুরায় কাউকে নমিনেশন দেয়নি তবে আমি আপনাদের মতামত উচ্চ মহলে জানাবো।যদি তারপরও দল আমাকে নমিনেশন না দেয় তখন তৃণমূলের সমর্থনে আমি নির্বাচন করবো।