হরিণাকুণ্ডু শহরে প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় তোলা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সমাপনী দিবস ছিলো আজ। রবিবার ১৬ নভেম্বর দিনব্যাপী বিদ্যালয়ের প্রাঙ্গনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন,জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ তাইজাল হোসেন, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ কলেজ শিক্ষা সমিতির কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা (রিপন) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃকামরুল হাসান ফারুক সহ আরো অনেকেই। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা,আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।