টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দেউপুর গ্রাম ও আশেপাশের এলাকার সাধারণ জনগণের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৪টায় দেউপুর উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় ছিল উৎসবমুখর পরিবেশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে কালিহাতীর শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চাই। এ অঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করবো ইনশাল্লাহ। পাশাপাশি বিভিন্ন স্কুল-মাদ্রাসার উন্নয়ন, যমুনা নদী ভাঙ্গন এলাকায় রাস্তা-ঘাট নির্মাণসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করবো। তার এই ঘোষণা ও অঙ্গীকারে আনন্দে উদ্বেলিত হয় উপস্থিত গ্রামবাসী। তারা লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে ইঞ্জিনিয়ার লিয়াকত আলীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক আজিজ তালুকদার, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, আবুল হাজী, শাজাহান মাতাব্বর, বাছেদ তালুকদার, হীরা মেম্বার, হামিদ ভাইসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একলাস মন্ডল।
সভায় বক্তারা আগামী নির্বাচনে এলাকার শিক্ষা, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা, নদী ভাঙ্গন প্রতিরোধ ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী স্থানীয় জনগণের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানস্থলে ব্যানার ও শ্লোগানে পুরো এলাকা উৎসবের আমেজে রঙিন হয়ে ওঠে। সভাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ। শেষে গ্রামবাসীদের মাঝে খাবার বিতরণ করা হয়