
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় পৌরসভার দিয়ে নয়টি ইউনিয়ন প্রতিটি ইউনিয়নেই ব্যাপক পরিমাণ ধান উৎপন্ন হয়। সরজমিনে গিয়ে দেখা যায় যে ধানে ব্যাপক ফলন হয়েছে এই বার।জানিপুর ইউনিয়নের শেখ পাড়া বিহাড়িয়ার কৃষক মোঃ খায়রুল ইসলাম সাংবাদিকদের জানায় যে বিগত বছর গুলার চায়তে এই বার ধানে উচ্চ ফলন হয়েছে।তবে চালের দাম অনুযায়ী ধানের দাম কৃষক পায়নাজানিপুর ইউনিয়নে ব্লকের উপসহকারী কৃষি কর্মকতা প্রকাশ মন্ডল বলেন যে, আমরা কৃষক দের মাঝে সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছি। ধানে উচ্চ ফলনের জন্য উন্নত জাত নির্বাচন, সঠিক সময়ে বীজ বপন ও রোপণ, সুষম সার ব্যবস্থাপনা (জৈব ও রাসায়নিক সারের সঠিক ব্যবহার) এবং সঠিক সময়ে পানি ও বালাই ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এলাকা ও মৌসুম অনুযায়ী উপযুক্ত জাত যেমন উচ্চ ফলনশীল বা (হাইব্রিড) বেছে নেওয়াও।খোকসা উপজেলা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল নোমান বলেন আমাদের লক্ষ মাএার চায়তে বেশি উৎপাদন হয়েছে। আমন লক্ষ্যমাত্রা ছিলো ৬৭৩৯ হেক্টর উৎপন্ন হয়েছে ৬৭৪০ হেক্টর।










