
তৌহিদ, মাগুরা : মাগুরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো প্রথম বিভাগ কাবাডি লীগ। মোট ৮ টি দল নিয়ে শুরু হওয়া লীগের ফাইনাল খেলায় মহাম্মদপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয়েছে মাগুরা কাবাডি ক্লাব। যার মিডিয়া পাটনার ছিলো এস এফ টিভি।
এই কাবাডি লীগের পৃষ্ঠপোষকতায় ছিলেন সমাজ সেবক ডা. সিমিন মজিদ আখতার অঞ্জু। শুক্রবার ১৪ নভেম্বর রাতে জেলা ক্রীড়া কর্মকর্তা বি এম সাজিন ইসরাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা।এছাড়া আরো উপস্থিত ছিলেন কাবাডি লীগের আহবায়ক সাংবাদিক আশিকুর রহমান, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম সহ জেলার বহু ক্রীড়ামোদী দর্শক।
পুরো খেলা সুষ্ঠু ভাবে নিষ্পত্তিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন সাবেক জাতীয় কাবাডি খেলোয়াড় মাগুরার গর্ব সাজিদ হাসান। তিনি বলেন আমার দলটি রানারআপ হলেও আমি এই টুর্নামেন্টে সফল হয়েছি।কেননা আমার মূল লক্ষ ছিলো মাগুরা জেলা থেকে স্হানীয় কাবাডি খেলোয়ার খুঁজে বের করা।
ভিউ: ১১০










