ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) রাতে ভালুকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মশাল মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ীর সিডস্টোর বাজার এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা আয়োজন করেন।তৃণমূলের নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ আসনের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে জনপ্রিয়তা ও স্থানীয় নেতাকর্মীর মতামত উপেক্ষা করা হয়েছে। তারা দাবি করেন, চাঁদাবাজিসহ নানা অপকর্মের দায়ে বহিষ্কার হওয়া ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুকে মনোনয়ন দেওয়া উচিত নয়। মিছিলকারীরা ‘চাঁদাবাজের মনোনয়ন মানি না, মানবো না’ স্লোগান দেন। মশাল মিছিলে অংশগ্রহণকারীরা আরও দাবি করেন, ভালুকা উপজেলার সর্বাধিক জনপ্রিয় নেতা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলমকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক।
ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু বলেন, “শুনেছি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিলটি করা হয়েছে।”