
নেত্রকোনা বারহাট্টায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল হাসান ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে এক সচেতনামূলক আলোচনা করেন।শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বারহাট্টা জামে মসজিদ (বড় মসজিদ )সচেতনামূলক আলোচনা করেন।বারহাট্টা থানার ওসি মুসলিমদের উদ্যেশে বলেন, এ উপজেলায় মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের পাশাপাশি সবাইকে সচেতনতা হতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছ থেকে দুরত্ব বজায় রেখে চলতে হবে। এসময় তিনি বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন।কোন দূরঘটনা ঘটলে তথ্য উপত্তা সঠিক ভাবে জেনে বুঝে জানাতে হবে আর কোন মফ সৃষ্টি করা ঠিক হবেনা।এসময় উপস্থিত ছিলেন বারহাট্টা জামে মসজিদ (বড় মসজিদ) এলাকাবাসী।
ভিউ: ২৯১










