
মোঃ আব্দুর রহমান হেলাল :বোরহানউদ্দিনে জামায়াতে ইসলামী থেকে ৩০ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন—এমন দাবি “মিথ্যা তথ্য পরিবেশন ও সাজানো যোগদান প্রদর্শন” বলে প্রতিবাদ জানিয়েছে উপজেলা জামায়াত।শুক্রবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটি জানায়, সংবাদে যেসব ব্যক্তিকে ‘জামায়াত কর্মী’ হিসেবে দেখানো হয়েছে, তারা কেউই দলের সদস্য নন। এমনকি ‘জয়েন্ট সেক্রেটারি’ নামে যে পরিচয় যুক্ত করা হয়েছে, জামায়াতের কাঠামোতে এমন কোনো পদই নেই।“ভিডিও বানিয়ে নাটক সাজানো হয়েছে” বিবৃতিতে অভিযোগ করা হয়, কয়েকজন টুপি–দাড়িওয়ালা ব্যক্তিকে সামনে দাঁড় করিয়ে বিএনপি প্রার্থী হাফেজ ইব্রাহিমের অনুষ্ঠানে ‘যোগদানকারী’ সাজানো হয়েছে, যা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। উপজেলা জামায়াত এই ঘটনাকে “স্থানীয় বিএনপির নৈতিক দেউলিয়াপনা ও সংগঠনের দুর্বলতা ঢাকতে তৈরি করা প্রচারণা” বলে আখ্যা দেয়। “জামায়াত ত্যাগ করে কেউ দুনিয়াবী স্বার্থে অন্য দলে যায় না” তারা আরও জানায়, জামায়াতে ইসলামী একটি আদর্শনিষ্ঠ সংগঠন। কোরআন–সুন্নাহভিত্তিক নীতিতে শিক্ষিত হয়ে ও দীর্ঘ প্রশিক্ষণ প্রক্রিয়া পেরিয়ে কর্মী হতে হয়। তাই লোভ–প্রলোভনে কেউ দল ত্যাগ করে অন্য রাজনৈতিক দলে যোগ দেবে—এ ধারণা বাস্তবসম্মত নয়। “আমরা আমাদের আদর্শে অটল থাকব”বিবৃতিতে বলা হয়—“আমরা ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। মিথ্যা প্রচারণা আমাদের গতিপথকে প্রভাবিত করতে পারবে না।”










