নওগাঁ সুজন-সুশাসনের জন্য নাগরিক” সুজন-এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Spread the love

উজ্জ্বল কুমার সরকার :’সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ’ -এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ জেলা কমিটি বর্ণাঢ্য আয়োজনে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ সুজন-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। বুধবার (১২ নভেম্বর, ২০২৫) সকালে মুক্তির মোড়, জেলা কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনার মূল বিষয় ছিল “রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে চাই জাতীয় সনদের বাস্তবায়ন”। সকাল ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, শিক্ষক, সাংবাদিক ও সুজন-এর কর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভার শুরুতে উপস্থিত সকলের অংশগ্রহণে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর সুজন নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন-এর সভাপতিত্বে মূল আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোঃ মোফাজ্জল হোসেন বলেন, “আমরা বিশ্বাস করি, গণতন্ত্রকে বাঁচাতে হলে নাগরিকদের সচেতনতা ও সক্রিয়তার বিকল্প নেই। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে হলে অবশ্যই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে।”বক্তারা বলেন, দেশে এখনও দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও জবাবদিহিতার অভাব প্রকট। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সুজন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের স্বচ্ছতা, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সুজন নওগাঁ জেলা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা এই কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাই।”বক্তারা ভবিষ্যতে কমিটির কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আমরা অতীতে বিভিন্ন ইস্যুতে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের পথ তৈরি করব। আমরা বিশ্বাস করি, সুজন নওগাঁ জেলা কমিটি আগামী দিনগুলোতে আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে নাগরিক আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে। আমাদের লক্ষ্য হলো সমাজের সর্বস্তরের মানুষকে যুক্ত করে একটি জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত নওগাঁ গঠনে অগ্রণী ভূমিকা পালন করা।”এসময় আরও উপস্থিত ছিলেন সুজন নওগাঁ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, এবং স্থানীয় বিশিষ্ট নাগরিক ও সমাজকর্মীরা। সুজন নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও তারা নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও সুশাসনের জন্য আন্দোলন চালিয়ে যাবেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31