
তৌহিদ, মাগুরা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আয়োজনে জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় মাগুরার ঐতিহ্যবাহী নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার সাবেক আমির ও মাগুরা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মতিন ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এম বি বাকের।
বক্তারা জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি বৈধতা নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবো।










