
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতি, দালাল চক্রের দৌরাত্ম্য ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাসহ তিনজন হামলার শিকার হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) বেলা ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম রবি নামে একজনকে আটক করেছে। আহতরা হলেন— এনসিপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ও জেলা সদস্য মোজাম্মেল হক, উপজেলা সমন্বয় কমিটির সদস্য প্রভাষক মাসুম বিল্লাহ ও আব্দুর রউফ। গুরুতর আহত মোজাম্মেল হককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা হাসানুর রহমান সজিব বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতি, অনিয়ম, দালাল চক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নিতে গেলে দালাল চক্র ও স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু স্টাফ আমাদের ওপর হামলা চালায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাই। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনের সঙ্গে কথা বলেন এবং হামলার সময় ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, “হামলার সময় আমি টিকা কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম। বাইরে কী ঘটেছে, তা জানি না।”
ইউএনও সানজিদা রহমান জানান, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।”
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, “রবিউল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”










