
তৌহিদ, মাগুরা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার উদ্যোগে সকল গণহত্যার বিচার,জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের নেতৃত্বে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু। বক্তারা বলেন, জুলাইসহ অতীতের সকল গণহত্যার আন্তর্জাতিক মানদণ্ডে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক দেশজুড়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।










