
মোঃ মুক্তাদির হোসেন : গাজীপুর জেলার সরকারি কালীগঞ্জ বাইপাসে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যেগে রাস্তায় চার লেন উন্নতি করার লক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে কালীগঞ্জ ঘোড়াশাল বাইপাস মোড়ে প্রায় শতাদিক নেতা কর্মী নিয়ে এই মানব বন্ধনের আয়োজন করেছে। মানব বন্ধনে কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমীর আলহাজ্ব আফতাব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে, কালীগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আমিমুল ইসলাম এর সঞ্চালনায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলাম কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর মোখলেছুর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব আফতাব উদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য, ও নায়েবে আমীর গাজীপুর মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলাম মো: খাইরুল হাসান, বক্তারা সরকারের উপর মহলের দৃষ্টি আকর্ষন করে বলেন আমাদের টংঙ্গী থেকে ঘোড়াশাল ব্রীজ পর্যন্ত চারলেনে উন্নতি করার দ্রুত প্রয়োজনী ব্যবস্তা গ্রহন করতে জোর দাবী জানাচ্ছি।
সরকার বাহদুরের কাছে আমাদের প্রানের দাবী সিলেট গামী রোডে টংঙ্গী থেকে ঘোড়াশাল ব্রীজ পর্যন্ত রাস্তায় চারলেনে উন্নতি করার জন্য জোর দাবী জানাচ্ছি, পরিশেষে আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামী আহবানে এই মানব বন্ধনে উপস্থিত হওয়ার জন্য আমি আমার সংগঠনে পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, পাশাপাশি আমার প্রিয় কালীগঞ্জের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক আহবান জানাই আপনারা আপনাদের টিভি চ্যনেল ও প্রিন্ট পত্রিকায় আজকের এই মানব বন্ধন সহ আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম তুলে ধরার জন্য আপনাদের প্রতি রহিল আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা, আমাদের মানব বন্ধন এখানেই সমাপ্তি করছি, এবং আমাদের পরর্বতী প্রোগ্রাম কালীগঞ্জ সদরে লিফট বিতরণ, ধন্যবাদ আপনাদের সকলকে আজকের এই প্রোগ্রামে আসার জন্য,আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন, এবং নিরাপদে থাকুন।










