নলছিটিতে সুজনের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণতান্ত্রিক শীর্ষক সমাবেশ
Spread the love

রাস্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই আমির হোসেনঃ রাস্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই। সুজন প্রস্তাবিত সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক রাস্ট্র বিনির্মানের দিকে এগিয়ে যেতে পারে বাংলাদেশ। নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করতে একটি দলনিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার চাই। নির্বাচন কমিশনকে স্বাধীন  ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। প্রতিটি নির্বাচন স্থগিত,বাতিল এবং পুননির্বাচনের ক্ষমতা নির্বাচন কমিশনকে প্রদান করতে হবে।

বুধবার (১২নভেম্বর) বিকেল ৩টায় ঝালকাঠির নলছিটিতে সুজনের উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে সুশাসনের জন্য নাগরিক সুজন’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তারা একথা বলেন।

নলছিটি উপজেলা কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে ও সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেনের উপস্থাপনা ও পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড: আনিসুর রহমান খান হেলাল। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সুজন পৌর কমিটির সভাপতি মোঃ ইকরামুল করিম মিঠু মিয়া, সম্পাদক খালিদ হাসান তালুকদার প্রমুখ। বক্তারা বলেন মৌলিক অধিকারের পরিধি বাড়িয়ে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ইন্টারনেট সেবা ও ভোটাধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করতে হবে। কর্তৃত্ববাদী শাসনের অবসানসহ একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মানে রাজনৈতিক দলের সংস্কৃতিতে আমুল পরিবর্তন আনতে হবে। গোপন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনসহ দলে সন্ত্রাসী ও চাঁদাবাজিদের কোন পদপদবি দেয়া যাবেনা।বক্তারা আরো বলেন রাস্ট্র কর্তৃক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ নির্বিশেষে সকল নাগরিককে সমভাবে দেখার নীতি গ্রহণ করতে হবে রাস্ট্রকে। পাশাপাশি রাস্ট্রে ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা নিরসনসহ ভিন্ন মতাবলম্বী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের সহায়ক পরিবেশ সৃষ্টির কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

উল্ল্যেখ্য সুজন-সুশাসনের জন্য নাগরিক যাত্রা শুরু করে ২০০২ সালের ১২ নভেম্বর ’সিটিজেন ফর ফেয়ার ইলেকশন’ নাম দিয়ে। ২০০৩ সালে সংগঠনটি সুশাসনের জন্য নাগরিক, সংক্ষেপে সুজন নামকরণ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31