ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে — বাপ্পী
Spread the love

খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের ছিনিয়ে আনতে হবে। এজন্য সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। দলের মধ্যে বিভাজন বা ভেদাভেদ রাখলে চলবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, বিগত সময়ে বিএনপির কোনো নেতা-কর্মী সরকারি সুবিধা বা চাকরি পাননি, তবুও তারা দলের পতাকা উঁচু রেখেছেন। বিএনপি ক্ষমতায় থাকলেও কেউ ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের কল্যাণে কাজ করেছেন। আবার জামায়াতও ক্ষমতায় ছিল, কিন্তু পাইকগাছা-কয়রার উন্নয়নে কোনো বাজেট আনতে পারেনি।

বাপ্পী আরও বলেন, পাইকগাছা-কয়রার মানুষ উন্নয়ন চায়। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করব, শিক্ষার প্রসার ঘটাব, কয়রায় পর্যটন কেন্দ্র স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করব।

তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ভোট এক জায়গায়-ধানের শীষে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, নেতা তারেক রহমান এবং আমাদের প্রতীক ধানের শীষ-এর বাইরে আমাদের কিছুই নয়।

রবিবার(৯ নভেম্বর) সকালে পাইকগাছা প্রেসক্লাবে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল মান্নান মিস্ত্রী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন ও সাজ্জাদ হোসেন মানিক।

সভা সঞ্চালনা করেন উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আবু তালেব, অ্যাড. একরামুল হক বিশ্বাস, সরদার ফারুক আহমেদ, পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাকি, এসএম মোহর আলী, মেছের আলী সানা, মাস্টার মুজিবুর রহমান, ইমরান সরদার, ওবায়দুল্লাহ সরদার, আবু হুরায়রা বাদশা ও নাজমুল হুদা মিন্টু।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31