
নির্বাচন বানচাল ও পেছানোর চক্রান্ত চলছে, যা কোনোভাবেই মেনে নেবে না বিএনপি— এমন মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। রবিবার বিকেলে সাভারের তারাপুর মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাভার পৌরসভা, সাভার থানা ও আশুলিয়া থানা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডা. সালাউদ্দিন বাবু বলেন, “দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বানচাল করার নানামুখী ষড়যন্ত্র চলছে। তবে বিএনপি আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার করবে।” সভায় বক্তারা আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং উপস্থিত জনতার প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সভাস্থল। বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে আলোচনা সভা জনসভায় রূপ নেয়।










