
গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মোহাম্মদ মুজিবুর রহমান এর বিরুদ্ধে দুদকের অভিযোগের প্রেক্ষিতে ০৯নভেম্বর ২০২৫ ইং সকাল ৯ টায় এক প্রতিবাদী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২০২৪ সালের সরকারি আদেশ অনুযায়ী মুজিবুর রহমানকে মেয়র পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।সংবাদ সম্মেলনে
তিনি তার সমস্ত নথিপত্র প্রমাণাদি সহ সাংবাদিকদের মাঝে উপস্থাপন করেন এবং নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি উল্লেখ করেন কোন ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের টেন্ডারের মাধ্যমে সর্বনিম্ন রেটধারী কাজ পেয়ে থাকেন।সরকারি বিধি অনুযায়ী মেয়র শুধু টেন্ডার আহবানের বিজ্ঞপ্তি প্রদান করে থাকেন। উক্ত টেন্ডারের সমস্ত কিছুই করে থাকেন ইউ এন ও উপজেলা চিফ ইঞ্জিনিয়ার, উপজেলা এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পৌরসভার চিফ ইঞ্জিনিয়ার ও পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারগন।তাদের পর্যালোচনা এবং ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পেয়ে থাকেন।চিফ ইঞ্জিনিয়ার সহ সকলের স্বাক্ষরে প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কর্ম বাস্তবায়ন করে থাকেন। এখানে মেয়র শুধু কাজের উদ্বোধন ও প্রকল্প পরিদর্শন করে তদারকি করেন। ঠিকাদার প্রতিষ্ঠান কে কাজ পেল, আর কে পেল না,তা নির্ধারণ করা হয় উপরোক্ত কমিটির দ্বারা।কাজেই মেয়র মুজিবুর রহমান নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। তিনি আরো বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বি এন পি থেকে গাজীপুর ১ আসনের এমপি হিসেবে মনোনয়ন প্রত্যাশী। এখানে একটা গভীর ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। আমার জনমত অনেক ভাল থাকায়, অনেকেই ঈর্ষান্বিত হয়ে, আমার বিরুদ্ধে অভিযোগ আনার চেষ্টা করছে। এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। সুষ্ঠু তদন্ত না করেই আমাকে আসামি করার চেষ্টা করা হচ্ছে। যা সত্যিই দুঃখজনক। তিনি সাংবাদিকদের কে সঠিক তথ্য উপস্থাপনের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন।










