
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির অবসরপ্রাপ্ত ১৬ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের মিলনায়তনে এসএসসি-১৯৯৭ ব্যাচের উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নূর মোহাম্মদ টিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা রূপালী ব্যাংকের ম্যানেজার মোঃ আব্দুল খালেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শফিউল আলম বকুল, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, এম এস জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান, এবং ডাউকি ইউনিয়ন জামায়াতের আমির সজিবুর রহমান।অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকনুজ্জামান।
স্মৃতিময় এ অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘ শিক্ষাজীবনের অবদান ও ত্যাগকে স্মরণ করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠান শেষে এসএসসি-১৯৯৭ ব্যাচের পক্ষ থেকে বিদায়ী ১৬ জন শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথি ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উষ্ণ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।










