
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের অভিযানে ৬৬ (ছেষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) রাতে আলমডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১২ এর একটি দল। অভিযানটি পরিচালনা করেন এসআই (সঃ) আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে তারা হারদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লক্ষীপুর (জামবাগান) এলাকায় অবস্থান নিলে, চায়ের দোকানের সামনে ওসমানপুর-লক্ষীপুর (জামবাগান) সড়কের উপর থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের ঝুটিয়াডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের পুত্র টুটুল মিয়া (৩৮) কে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯,৮০০ (উনিশ হাজার আটশত) টাকা। র্যাব জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। র্যাব-১২ এর কর্মকর্তা জানান, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে র্যাব সর্বদা সচেষ্ট থাকবে।










