মোঃ আসিফুজ্জামান আসিফ : দেশে দুর্নীতি অব্যাহত রয়েছে—পর্যবেক্ষণ ও গবেষণায় সেটিই উঠে এসেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।শনিবার বিকেলে সাভারের আশুলিয়ার বাড়ইপাড়ার সিসিডিবি হোপ সেন্টারে টিআইবি আয়োজিত “আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।ড. ইফতেখারুজ্জামান বলেন, “কর্তৃত্ববাদের অবসানের পর আমরা আশা করেছিলাম, দেশে উন্নয়ন, পরিবর্তন, দুর্নীতি নিয়ন্ত্রণ ও সুশাসনে ইতিবাচক অগ্রগতি হবে। কিন্তু পাঁচ আগস্টের পর থেকেই সেই প্রত্যাশায় প্রথম ধাক্কা লাগে। ওই দিন বিকেল থেকে সারা দেশে দখল, চাঁদাবাজি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল ও রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে।”তিনি আরও বলেন, “দুর্নীতির কাঠামো পরিবর্তন না হওয়ায় এখনো দেশে দুর্নীতি অব্যাহত রয়েছে। অন্তবর্তীকালীন সরকারের কাছ থেকে আশা ছিল, তারা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কাঠামোগত সংস্কার করবে, কিন্তু তা হয়নি। ৫ আগস্টের পর নেতৃত্বে পরিবর্তন এলেও দুর্নীতি নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি হয়নি। গত ১৬ বছরে দুদকের তদন্তে উঠে আসা আলোচিত দুর্নীতির মামলাগুলো এখনো নিষ্পত্তিহীন অবস্থায় রয়েছে—এই মামলাগুলোর দ্রুত সমাধান করা প্রয়োজন।” টিআইবি আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের সরকারি ও বেসরকারি ৩২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।