
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নে সারের ছোট্ট বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষ ঘটেছে। গত ৬ নভেম্বর দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জ সংলগ্ন উনবাদ আলী স্যার এর গোডাউনের সামনে এই ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন গড় চাপড়ার গ্রামের বিন্না শাহের ছেলে রনি (৩২), যাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।প্রাথমিক তদন্তে জানা যায়, সারের ডিলার পয়েন্টে লাইনে দাঁড়ানোর সময় সামান্য ধাক্কাধাক্কি থেকেই বিবাদ শুরু হয়। পরবর্তীতে দেশীয় ও চাইনিজ অস্ত্র নিয়ে প্রতিপক্ষ রনির ওপর হামলা চালায়। হামলায় খুদিয়াখালীর রাসেল ও তার ভাইসহ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি জড়িত ছিলেন। ঘটনার পরদিন, ৭ নভেম্বর, এলাকাবাসী রনির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে দোষীদের শাস্তি দাবি করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় নারী-পুরুষরা, যারা দাবি করেন যে, হামলাকারীরা দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে এবং তাদের বিচার হওয়া প্রয়োজন। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে শান্ত করেন এবং থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। হামলার সময় সারের গোডাউন মালিক এনামুল হক ও মুন্সিগঞ্জ জেলা ইউনিয়নের কৃষি অফিসার হেলাল উদ্দিনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।










