মোঃ জাহিদ হোসেন: বরিশালের কাজীর হাট থানার ২ নং লতা ইউনিয়নের যুবদলের সদস্য কামাল হাওলাদারকে সকল দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার প্রতিবাদে যুবদলের সদস্য কামাল হাওলাদার সংবাদ সম্মেলন করেন। তিনি সংবাদকর্মীদের বলেন দীর্ঘ ১৬ বছর ধরে রাজপথে অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এ দলের জন্য নিজের অনেক অর্থ ব্যায় করেছি। সকল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। এখনো এ দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। তাই কিছু লোক ত্যাগী নেতাদের নামে অপপ্রচার চালিয়ে দল থেকে দূরে রাখতে চায়। আমি শতশত কর্মী সমর্থক নিয়ে কর্মসূচি পালন করে আসছি। যা একটি মহল সহ্য করতে পারছেন না। এইজন্য থানা নেতাদের কাছে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে আমাকে দল থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে।
তিনি আরো বলেন আমি খালেদা জিয়া ও তারেক রহমানের দল করি। কোনো যড়যন্ত্র কারীরা আমাকে জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করে দূরে রাখতে পারবে না। তাই সাংবাদিক ভাইদের মাধ্যমে সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষন করেন। সঠিক তদন্ত করে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করলে তিনি জাতীয়তাবাদী দলের জন্য কাজ করতে পারবে।
মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত একটি প্যাডে এ বহিষ্কার আদেশ দেন।