শুভ্র মজুমদার : “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি। আগামী দিনের কৃষি উন্নয়ন, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বুধবার (২৯ অক্টোবর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং ২০২৫-২৬ অর্থবছরের ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের উপপরিচালক আশেক পারভেজ এবং কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার এনামুল হক। প্রধান অতিথি ড. জাকির হোসেন বলেন,আমাদের মাটি যেমন উর্বর, তেমনি মানুষও পরিশ্রমী। তাই সঠিক জ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের মাধ্যমেই কৃষিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। দক্ষ কৃষক-কৃষাণীই হতে পারে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি। সভাপতির বক্তব্যে ফারহানা মামুন বলেন, আজকের তরুণ প্রজন্ম কৃষিতে আগ্রহী হচ্ছে এটাই আমাদের আশার আলো। আমরা চাই কৃষক ও কৃষাণীরা আধুনিক প্রযুক্তি শিখে নিজেদের জীবনমান উন্নত করুক এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলুক। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে কৃষক ও কৃষাণীরা আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এমন আয়োজন তাদের বাস্তব জীবনের কৃষিকাজে নতুন দিশা দেখাবে এবং কৃষিকে আরও লাভজনক পেশায় পরিণত করবে।