তৌহিদ, মাগুরা ;প্রতি বছরের ন্যায় এবারও মাগুরায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের কার্তীয়ানী পূজা। এবারের পূজা সোমবার ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হবে ৩১ অক্টোবর।তবে পূজা উপলক্ষে যে মেলা বসেছে তা থাকে প্রায় মাস খানেক। কার্তীয়ানী পূজার সবচেয়ে বড় আকর্ষণ মেলা যেখানে বাসাবাড়ির ব্যবহার্য আসবাপত্র থেকে শুরু করে মানুষের নানা ধরনের কাপড়চোপড় পাওয়া যায়। মাগুরার কার্তীয়ানী পূজা বাংলাদেশতো বটেই এশিয়ার মধ্যে নাকি বৃহৎ পূজা উৎসব।এই পূজায় মাগুরা শহরে এতো লোক সমাগম হয় যে পূজার শেস দুই দিন শহরের সব রাস্তাঘাটে যান চলাচল বন্ধ থাকে।যা মুসলিম দেশে সনাতনীদের জন্য একটি কঠিন দৃষ্টান্ত স্হাপন করেছে। এজন্যই যুগ য়ুগ ধরে মাগুরায় সকল ধর্মের মানুষেরা খুবই সৌহার্দপূর্ণ ভাবে বসবাস করে আসছে।