
তৌহিদ, মাগুরা :
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ – ২০২৫ খুলনা বিভাগীয় অঞ্চলের ফাইনাল খেলা মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফটুবল ফেডারেশনের আয়োজনে ও মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এবং মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্বাবধানে সোমবার ২৭ অক্টোবর দুপুর ২ টায় জেলা স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের ১০ টি জেলা লীগ পর্যায়ে খেলার পর খুলনা ও যশোর জেলা ফাইনালে খেলার যোগ্যতা অর্জনকরে। খেলার ৫১ মিনিটে যশোরের ফাহিম গোল করে যশোরকে এগিয়ে নেয়। ৯০ মিনিটের খেলায় বাকী সময়ে আর কোন গোল না হলে যশোর জেলা বিজয় লাভ করে।এই বিজয়ের ফলে যশোর জেলা দল আগামীতে খুলনা বিভাগ থেকে ঢাকায় খেলার যোগ্যতা অর্জন করলো। আজকের খেলায় যশোর দলের ফাহিম ম্যান অফদি ম্যাচ নির্বাচিত হয়।
ভিউ: ১০৪










