
রুহুল আমিন রুকু :কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে চেতনানাশক খাইয়ে একটি চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় ছক্কু মিয়ার বাড়িতে গতকাল গভীর রাতে।পরিবারের সদস্যরা জানান, গৃহকর্তা ছক্কু মিয়া (৫৫), তার স্ত্রী মোছা. মুসলিয়া বেগম (৪৫), মেয়ে রুমানা (১৮) ও ছোট ছেলে মাসুম (৮) — সবাই গতকাল বিকেল থেকেই মাথা ঘোরা ও ঘুম ঘুম ভাব অনুভব করছিলেন। মাগরিবের পর তারা গভীর ঘুমে তলিয়ে যান। রাত ১১টার দিকে স্থানীয় এক পল্লী চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে চলে গেলে, রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে চোরেরা বেড়া কেটে ঘরে প্রবেশ করে। তারা আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, একটি পুরনো সাইকেল এবং নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। ভোরে ফজরের নামাজের সময় গৃহকর্তা জেগে দেখে দরজা খোলা, ঘরের জিনিসপত্র ছড়ানো এবং চুরির স্পষ্ট চিহ্ন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, ছক্কু মিয়া মূলত ধরণীবাড়ি বাকারা মধুপুর এলাকার বাসিন্দা ছিলেন; তিন বছর আগে তিনি বর্তমান ঠিকানায় বসবাস শুরু করেন।










