
পাইকগাছায় দোয়া মাহফিলের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এসএমবি ব্রিকসের নতুন বছরের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কাটাখালী বাজার সংলগ্ন এসএমবি ব্রিকস প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এসএম নাজমুল হুদা মিথুন উপস্থিত থেকে নতুন বছরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানে তার ছোট ভাই তাশরিফ আহমেদ রিপন, প্রোপাইটর মা মোছাঃ রানুয়ারা বেগমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওয়াজেদ আলী গাজী, দিদার শেখ, রঞ্জু সরদার, মোঃ জুয়েল ফিকার গাজী, মোঃ আওছাফুর গাজী, মোঃ ফারুক শেখ, ময়না শেখসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভাটার শ্রমিকবৃন্দ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো শুধু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে না, বরং এলাকার আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা এসএমবি ব্রিকসের ভবিষ্যৎ সাফল্য ও ক্রমোন্নতির জন্য শুভকামনা জানান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভাটার ম্যানেজার দেবেন মণ্ডল। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আক্কাস আলী।










