
চাঁপাইনবাবগঞ্জ জেলার বোয়ালিয়া (বলিয়া) ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের বাসিন্দা ও আলোচিত সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী সাইরুল (৩১ বছরের সাজাপ্রাপ্ত আসামি) বর্তমানে আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, সাইরুলের নামে আরও একাধিক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে।
এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সাইরুল রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নানা প্রভাব খাটাচ্ছে। বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রানা সাংবাদিকদের জানান, সাইরুল সম্প্রতি বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অসৎ কার্যকলাপে জড়িয়ে পড়েছে। বিষয়টি জানার পর তিনি সংবাদ সম্মেলন করে এলাকাবাসী ও প্রশাসনকে সতর্ক করেন যেন কেউ সাইরুলকে বিএনপি নেতা হিসেবে না চিনে।
রানা জানান, সাইরুল তার ভাই হাসানের সহায়তায় কিছু স্থানীয় ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক লিখিত কাগজ নিয়েছিল, যা পরবর্তীতে হুমকি-ধমকির অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছিল।
অন্যদিকে, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ৬ নম্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শ্যামলের সঙ্গে কথা বলে জানা যায়, সাইরুল চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক আশ্রয়ে থেকেই সাইরুল আরও বেপরোয়া হয়ে উঠেছিল। বর্তমানে এলাকাবাসী, বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সাইরুলের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে, এবং সাধারণ মানুষ প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।










