দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন নিজের জেলার অর্থাৎ চুয়াডাঙ্গার দুর্নীতি প্রতিরোধে সেখানকার জনগণের প্রতি অগ্রণী ভূমিকা রাখার জোরালো আহ্বান জানিয়েছেন।
সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের ১৮৮তম গণশুনানিতে দুদক চেয়ারম্যান এই মন্তব্য করেন। সকাল থেকে শুরু হওয়া এই গণশুনানি বিকেল চারটা পর্যন্ত চলে।
ড. মোমেন বলেন, "আমরা চুয়াডাঙ্গা এসেছি, এটি সৌভাগ্যের বিষয় নয়। বরং আমাদের এখানে আসা প্রমাণ করে যে এখনও দুর্নীতি রয়েছে। যদি চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধের প্রয়োজন না পড়ত, সেটাই হত প্রকৃত সৌভাগ্য।"
তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব হিসেবে জনগণের সেবা নিশ্চিত করার কথা মনে করিয়ে দেন এবং দুর্নীতিমুক্ত দেশ গড়াই সকলের লক্ষ্য হওয়া উচিত বলে মত দেন।
গণশুনানিতে বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ'—এই স্লোগানে আয়োজিত গণশুনানির আয়োজন করে সমন্বিত দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ কার্যালয়, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি।